Sunday, July 7, 2024

তুমি আমার আরোগ্য নিকেতন

সেদিন থানচি থেকে পেঁপে নিয়ে এসেছিল এক ছোট ভাই। দারুণ সুস্বাদু। খেতে খেতে বাবা বললেন, ‘পেঁপের বিচিগুলো তুলে রাখো। যাওয়ার সময় নিয়ে যাব।

 
বাড়িতে লাগাব।’ শুনে ভেতরটা হুহু করে উঠল। তখনো জানতাম না, তাঁর আদৌ বাড়ি যাওয়া হবে কি না! বাবাও জানেন না, তাঁর শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার। আহা রে জীবন! বাবা যেন বুঝতে না পারেন তাই বুকে পাথর চাপা দিয়ে ফ্লোর থেকে পেঁপের বিচি তুলে রাখছিলাম।
 
তখনই দরজায় নক দিলে তুমি :

 

—একটা সিরিঞ্জ হবে?

—থ্রি সিসি না ফাইভ সিসি?

—একটা হলেই হবে।

এমন মায়াভরা কণ্ঠ কত দিন শুনিনি! ঘাড় ঘুরিয়ে তোমাকে দেখে কিছুটা অবাকই হয়েছিলাম। 

পরে জানলাম, বছরখানেক আগে বাবাকে হারিয়েছ তুমি। মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে কিছুদিন আগে তোমার ভাইয়ের ক্যান্সার ধরা পড়েছে।

 
সেই ভাই আর মাকে নিয়ে এই অনাত্মীয় শহরে একাই লড়ছ! এ জন্য অনার্স ফাইনালটা দেওয়া হয়নি তোমার। 

 

হাসপাতাল এক অদ্ভুত জায়গা। এখানকার একেকটা ঢেউ অনেকের সব তছনছ করে দেয়। তিন বছর ধরে এই দুঃখের বন্দরে নিয়মিত নোঙর ফেলতে হচ্ছে আমাকে। কখনো মা, কখনো বাবা, কখনো বা ভাইয়ের ঠিকানা হয় এই হাসপাতাল।

 
আর আমি মোমবাতির মতো নিঃশব্দে কাঁদি। কান্নার তপ্ত জল বুক বেয়ে পড়ে। প্রতিদিন আমি আমার দুঃখ দিয়ে স্নান করি। কিন্তু তোমাকে জানার পর মনে হলো, বিধাতা বড্ড নিষ্ঠুর। তোমাকে এমন পরীক্ষায় না ফেললেও পারতেন। ডাক্তাররাও কেমন যেন নির্দয়। একদিন তো আগপিছ না ভেবে তোমার মুখের ওপর বলেই ফেললেন, ‘যেকোনো সময় দুঃসংবাদ শুনতে পারেন!’

 

তোমার চোখে তখন জলের জোয়ার। এ রকম পরিস্থিতি কিভাবে সামলাতে হয় জানা নেই আমার। তাই না পারছিলাম কাঁদতে, না পারছিলাম তোমাকে সান্ত্বনা দিতে।

সেদিন গভীর রাতে ঘুম ভেঙে গেল। হুট করেই মনে হলো আজ যদি চলে যাই! পৃথিবী ছেড়ে যাওয়ার সময় কী রেখে গেলাম—হিসাব করতে গিয়ে দেখি আসলে তেমন কিছুই নেই! কিছু বই, মা আর বাবা। কিছু স্মৃতি, কিছু আক্ষেপ, কিছু দহন, কিছু দায়িত্ব। আর তুমি। কিন্তু কয়েক দিন আগে সেই বাবাও চলে গেলেন জীবন-নদীর অন্য পারে। জন্মের সময় তো আমরা কিছু নিয়ে আসি না দুনিয়ায়। মৃত্যুতেও সঙ্গে যায় না কিছুই। মাঝখানটায় ভালোবাসা পেলে তবু বলার মতো কিছু থাকে। নইলে প্রস্থানপত্রে কিছুই লেখার নেই! পরে মনে হলো, জীবনে তুমি এসেছ বলেই হয়তো জানতে পেরেছি, আমার এমন কোনো অন্তর্জগত্ এখনো আছে, যেখানে সেতু নামে একটি সংবেদনশীল মেয়ে বাস করে। চোখে যার কৌতূহল। অন্তর নির্মল। তাই বলছি, ‘অবেলায় যদি এসেছো আমার বনে দিনের বিদায় ক্ষণে। গেয়ো না, গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে।’

‘খাবারটা রুমে দিয়ে আসছি। খেয়ে নিয়েন।’ বাড়ি থেকে বেরিয়েছি প্রায় দেড় যুগ হলো। বিশ্বাস করবে কি না জানি না, ইট-কাঠের এই শহরে এতগুলো বছরেও এমন মমতা ভরে কেউ খেতে অনুরোধ করেনি আমায়!

তোমার সঙ্গে যখন পরিচয় তখন আমার খুব খারাপ সময়। তবু অন্তরে প্রেম। মুখে নকল হাসি। দ্বিধার দোলাচলে তোমাকে বলতেও পারছিলাম না ‘ভালোবাসি’। কারণ তুমি বেজায় সুন্দরী, সরল এবং আন্তরিক। সৌন্দর্যের সঙ্গে কোথাও যেন একটা অচ্ছেদ্য যোগাযোগ আছে তোমার। মনে উদ্বেগ—বললেই তো হয় না! কিন্তু কল্পনায় তো কোনো কলঙ্ক নেই। সেই সূত্রে আমার হাঁড়ির সমস্ত খবর অযাচিতভাবে তোমাকে দিয়েছি। বোধ হয় নিজেকে সস্তা করে ফেলেছি। ভারি লজ্জা লাগে। বললে হয়তো বিশ্বাস হবে না—‘শরীর ছাড়াও ভালোবাসা হয়। বিয়ে না করেও বিবাহিত হওয়া যায়। বিয়ে করেও অবিবাহিত থাকা যায়।’

প্রিয় সেতু,

চক্ষুলজ্জায় যে কথা তোমাকে বলা হয়নি, সব আশঙ্কা উপেক্ষা করে আজ তা বলেছি। উচ্ছ্বাসগুলো আমাদের জীবনের বিজ্ঞাপন, গোপনীয়তা আমাদের সৌন্দর্য। তাই এই কথাটি গোপন রেখো। শুধু জেনো, তুমি আমার আরোগ্য নিকেতন, মলিন মনের আলতা। তুমি ভালো না থাকলে আমার ভীষণ খারাপ লাগবে। তোমার কোনো আয়োজনে না থাকলেও প্রয়োজনে সব সময় আমাকে পাবে। দয়া, মায়া, অনুকম্পা নয়, শুধু চাই সম্পর্কটা স্নিগ্ধ থাকুক। প্রীতির বন্ধনে উজ্জ্বল থাকুক।

 

নাম প্রকাশে অনিচ্ছুক

ঢাকা বিশ্ববিদ্যাল

spot_imgspot_img

বুয়েটের শিক্ষার্থীরা ‘উচ্ছ্বসিত’ টগি ফান ওয়ার্ল্ডের লেজার ট্যাগে

টগি ফান ওয়ার্ল্ড থিম পার্কে সম্প্রতি আন্ত বিভাগ ‘লেজার ট্যাগ’  টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩ সালের ব্যাচ। গত বুধবার ঢাকার বসুন্ধরা...

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস হেরে গেছেন

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবারের নির্বাচনে হেরে গেছেন। ২০১০ সাল থেকে এমপি থাকা ট্রাস ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় নরফোক সাউথ ওয়েস্ট নির্বাচনী এলাকায় লেবারদের কাছে ৬৩০...

পশ্চিম তীরে ইসরায়েলী অভিযানে ৫ ফিলিস্তিনী নিহত

অধিকৃত পশ্চিম তীরের জেনিনে আজ সকালে ইসরায়েলী সামরিক অভিযানে ৫ ফিলিস্তিনী নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রনালয় শুক্রবার একথা জানিয়েছে। চলতি সপ্তাহে ইসরায়েলী অভিযানে এই অঞ্চলে ১২...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here